‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো শিক্ষার্থী (এসএসসি পরীক্ষার্থী ব্যতীত) অংশগ্রহণ করতে পারবে।
ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সিক্স থেকে ‘ও লেভেলের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নিতে পারবে।
একাধিক ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে।
প্রথম পর্যায়ে ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্নের মাধ্যমে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার শীর্ষ ২০ জন পরবর্তী পর্যায়ের জন্যে মনোনীত হবে। সময়: ৬০ মিনিট।
বানান ভিত্তিক, শব্দার্থ ভিত্তিক, ভাষা ও সাহিত্য নিয়ে সহজ সাধারণ জ্ঞান ভিত্তিক, বাংলা, বাংলা ভাষা ও বাংলা ব্যাকরণ ভিত্তিক অন্যান্য বিষয়াবলী নিয়ে (যেমন- এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ + প্রবাদ-প্রবচন, বিরাম চিহ্ন/ সহজ সন্ধি/ পদ প্রকরণ ইত্যাদি), ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন।
পত্রিকা/ বই/ গদ্য/ পদ্য থেকে তিনটি অনুচ্ছেদ দেয়া হবে। সেই অনুচ্ছেদগুলোর উপর সত্য-মিথ্যা, ভুল সনাক্তকরণ, অনুচ্ছেদের শিরোনাম নির্বাচন, মূলভাব সনাক্তকরণ ও অন্যান্য সৃজনশীল প্রশ্নের মাধ্যমে প্রতিযোগীর মেধা ও মনন শক্তি যাচাই করা হবে।
এ পর্যায়ে একাধিক আকর্ষণীয় ধাপের মাধ্যমে প্রতিযোগীর জ্ঞান, মেধা, মনন ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে শীর্ষ প্রতিযোগী নির্বাচিত হবে- যারা ঢাকায় চ্যানেল আইয়ের স্টুডিও রাউন্ড বা প্রতিযোগিতার মূলপর্বে অংশগ্রহণ করার জন্যে চূড়ান্তভাবে নির্বাচিত হবে।
মূলপর্বে বাছাইকৃত সেরা প্রতিযোগীদের নিয়ে চ্যানেল আই স্টুডিওতে বাংলা ভাষা নিয়ে আকর্ষণীয় সহজ ও মজার খেলার মাধ্যমে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০২০ কে খুঁজে বের করা হবে যা চ্যানেল আই-এর পর্দায় সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ২০২০ এর চূড়ান্ত প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকারী পাবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এছাড়াও প্রথম দশ জন প্রতিযোগী পাবে ১টি ল্যাপটপসহ ব্যক্তিগত পাঠাগার করার জন্যে ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি।
নিবন্ধন করো